কখনো রোদ, কখনো বৃষ্টি! ভারী বর্ষণ এখনই নয় দক্ষিণবঙ্গে

কলকাতা : মঙ্গলবার সকাল থেকে কখনো রোদ, কখনো বৃষ্টি চলছে কলকাতা – সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে বারবার। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষার রুদ্ররূপ এখনই দেখা যাবে না দক্ষিণবঙ্গে।

আজ, মঙ্গলবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হল, আজ কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কম। খুব হালকা দুই-এক পশলা বৃষ্টি হবে। কাল এবং পরশু আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। ১৯ জুলাই শুক্রবার থেকে সামান্য বেশি বৃষ্টি।

এরই মধ্যে জানা যাচ্ছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সাগরে সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে খবর। তার জেরে বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন আবহবিদরা। 

উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা-সংলগ্ন উপকূলে এই নিম্ন চাপের প্রভাব সব থেকে বেশি থাকবে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন