233
চলতি শীতকাল যেন ঠিক শীতের মতো লাগছে না! ভরা মাঘেও স্বাভাবিকের থেকে অন্তত ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে দু’তিন দিনের জন্য ফের শীতের আমেজ ফিরে আসতে পারে। তবে এটাই মরসুমের শেষ কনকনে ঠান্ডা।
তবে শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পারদ নিম্নমুখী থাকবে, এমনকি তৃতীয় সপ্তাহেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। ফলে শীত কমলেও গরম এখনই জাঁকিয়ে পড়বে না।