বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আজ থেকেই রূপ নিতে চলেছে নিম্নচাপে

রথযাত্রার মধ‍্যেই দক্ষিণবঙ্গ জুড়ে নামবে বৃষ্টি। বঙ্গোপসাগরে ওডিশা ও বাংলার উপকূল ঘেঁষে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বৃহস্পতিবার থেকেই নিম্নচাপে রূপ নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এর জেরে বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিও।

বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজ ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। এতে রথযাত্রার দিন ভিড় ও জমায়েতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা। শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি, আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে