রাজ্য জুড়ে শীতের আমেজ, নিম্নচাপের চোখরাঙানিতে ভোলবদলাতে পারে আবহাওয়া

কলকাতা: রাজ্য জুড়ে পুরো দস্তুর শীতের আমেজ। শনিবার মরশুমের শীতলতম দিন ছিল কলকাতায়। এরই মধ্যে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাংলার আকাশে জমবে মেঘ।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মিগজাউম’।

আবহাওয়া দফতরের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস মিলেছে। ২৯ নভেম্বর বুধবার থেকে পরিস্থিতি আরও ঘরালো হতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, এর জন্য বাংলায় খুব একটা বিপদের আশঙ্কার কারণ নেই।

বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে বাংলায় শীতের আগমন ঘটেছে। রাজ্যের দরজায় কড়া নাড়ছে শীত। এরই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত কিছুটা ব্য়াঘাত ঘটাতে পারে। তবে ঘূর্ণাবর্ত সরাসরি বাংলার দিকে না এলেও তার একটা আংশিক প্রভাব এ রাজ্যে পড়তে পারে। তবে শীতের পথে সবথেকে বড় হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। দুইয়ে মিলে নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন ঘটাতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন