বৃষ্টিতে ফিরল স্বস্তি, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সতর্কতা জারি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গেল। শনিবার রাতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শুরু হয় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত। ফলে ইডেনে বাতিল হয়ে যায় কেকেআর-পাঞ্জাব কিংসের ম্যাচ। দিনের অস্বস্তিকর গরমের পরে এই ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি এল মহানগরবাসীর জন্য।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী চলবে। কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।

আজ রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। কিছু জেলায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সোমবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি অংশেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক