পৌষে বৃষ্টি, জাঁকিয়ে শীতের দেখা নেই আপাতত

কলকাতা: ডিসেম্বর শেষ হতে চললেও রাজ্যে জাঁকিয়ে শীতের কোনও লক্ষণ নেই। উল্টে পৌষ মাসে বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি। আবহবিদদের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনও ক্ষীণ।

শনিবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা। তবে রবিবার থেকে পারদ কমতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক