নামছে পারদ, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর আছে কি?

কলকাতা: মাঘ মাসের প্রায় অর্ধেক কেটে গেলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে শীতের দেখা মেলেনি। এ বছর কি তবে শীত তেমন জাঁকিয়ে পড়বেই না? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমবে, তবে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্র আগামী তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। তবে এরপরেই ফের পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে উত্তরের হাওয়া প্রবেশ করবে, যার ফলে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

হাওয়া অফিসের মতে, সামনের এক সপ্তাহে রাজ্যে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু এই মরসুমে জাঁকিয়ে শীত পড়বে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক