কলকাতা: নিম্নচাপের জেরে শনিবার পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। বিশেষত তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি পাবে পশ্চিমের জেলাগুলি।
এ দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলয়। এর সঙ্গেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড় হতে পারে।
ও দিকে, উত্তরবঙ্গের দুটি জেলায় আজ ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি এবং কালিম্পঙের কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ছ’টি জেলার মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।