আজ, রথযাত্রার দিনে রাজ্যের একাধিক জেলায় দেখা যেতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি হবে ‘পাসিং সাওয়ার রেইন’—উড়ন্ত মেঘ এসে নানা প্রান্তে ঝরিয়ে দিয়ে যাবে দফায় দফায় বৃষ্টি। যদিও বৃষ্টি বিক্ষিপ্ত, কিন্তু তার দাপট থাকবে জোরালো।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে অবস্থান করছে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের উপর। ধীরে ধীরে এই নিম্নচাপ অগ্রসর হবে উত্তর ওড়িশা থেকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে।
আবহাওয়া দফতরের মতে, আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার নামও। এইসব অঞ্চলে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া।
দুর্যোগের সতর্কতায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। আগামী ২৪ ঘণ্টার জন্য বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র থাকবে উত্তাল। ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রথযাত্রার দিন পাঁচ জেলায় বিশেষ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।