কলকাতা: শেষ কয়েক দিন ধরে রাজ্য় জুড়ে পুরোদস্তুর শীতের আমেজ। এরই মধ্যে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলা। তার ফলে দক্ষিণবঙ্গে শীতের আমেজে ব্যাঘাত ঘটতে পারে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
ক’দিন ধরে কলকাতা এবং লাগোয়া এলাকাগুলিও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে। শীত প্রায় এসে গিয়েছে ধরে নিয়ে সোয়েটার, মাফলারও আলমারি থেকে বের করে ফেলেছেন অনেকে। এই আবহেও অবশ্য বাধ সাধছে বঙ্গোপসাগর। কারণ, সপ্তাহের গোড়াতেই সেখানে ফের তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ।
জাঁকিয়ে শীত পড়ার আগেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আর সেই গভীর নিম্নচাপই যদি শক্তি বাড়ায়, তাহলে তার থেকে ঘূর্ণিঝড়েরও সৃষ্টি হতে পারে। এর প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে হাওয়া বদল। কারণ, তাপমাত্রা হ্রাসের জন্য আকাশ পরিষ্কার থাকা প্রয়োজন। দিন ভূপৃষ্ঠে শোষিত তাপ রাতে বিকরিত হয়। এই কারণেই পারদ নামে। কিন্তু আকাশে মেঘের চাদর থাকলে সেটি পায়। উল্টে তাপমাত্রা তাই বেড়ে যায়।
তবে, আবহবিদদের কেউ কেউ বলছেন, গভীর নিম্নচাপটি যেহেতু কয়েক দিন সাগরের উপরেই থাকবে তাই তার শক্তি বৃদ্ধির আশঙ্কা আছে। কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে তার গতিপথ বা অভিমুখ স্পষ্ট হয়নি। সেই কারণেই ঘূর্ণিঝড় হবে কি না, কিংবা হলেও কোন দিকে ধেয়ে যাবে তা নিয়ে কিছু অস্পষ্টতা আছে।