কলকাতা: পৌষ মাসেও জাঁকিয়ে শীত পড়েনি রাজ্যে। কলকাতায় শুক্রবার তাপমাত্রা তিন ডিগ্রি কমলেও সেই চেনা ঠান্ডার অনুভূতি এখনো অধরা। এর মধ্যে শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বছরের শেষে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এরই মধ্যে আজ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। বলা হয়েছে আজ কলকাতা-সহ একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
ও দিকে, উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা সিকিমের পরে এবার হাড় কাঁপানো শীতের আভাস দিয়েছে।সব মিলিয়ে উত্তরবঙ্গে কনকনে ঠান্ডার প্রস্তুতি শুরু হলেও দক্ষিণবঙ্গের মানুষ শীতের অপেক্ষায় দিন গুনছেন।