দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

ফেব্রুয়ারির শেষের দিকে দক্ষিণবঙ্গে আবারও তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাত এবং উত্তরবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দু’দিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে তার পরের দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

আগামী সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক