বৃষ্টি ভেজা শহর! ছবি: রাজীব বসু
রাজ্যে ফের সক্রিয় বর্ষা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আজ হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। ইতিমধ্যে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে।
এদিকে, উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস মিলেছে। কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্র-সহ বৃষ্টিপাত চলতে পারে, যদিও সেভাবে সতর্কতা জারি হয়নি।
আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে।