বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফেনজল’, শীতের আমেজে ভাটা

শীতের সকাল। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নভেম্বর প্রায় শেষের পথে, কিন্তু রাজ্যে এখনও শীতের তেমন দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বঙ্গে শীত আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফেনজল’।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফেনজল শনিবার স্থলভাগে আছড়ে পড়তে পারে। যদিও এই ঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, তবে এর প্রভাবে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ফেনজলের কারণে উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে উত্তর এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। দক্ষিণের জেলাগুলিতেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর। তবে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। আগামী দু’দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমে।

আবহবিদদের মতে, এই ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যে শীতের আমেজ কিছুটা বিঘ্নিত হবে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?