উত্তুরে হাওয়ার জেরে বছরের শেষে পারদপতনের পূর্বাভাস

শীতের সকাল। ছবি: রাজীব বসু

আজ, রবিবার থেকে ফের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেও আভাস হাওয়া অফিসের।

উত্তুরে হাওয়ার প্রভাবে ফের শীতের আমেজ ফিরতে চলেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বছরের শেষ লগ্ন এবং নতুন বছরের শুরুর দিকে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি বেশি। তবে আজ সেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়ার জেরে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন