কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীত উধাও হতে চলেছে। শুধু একটিই নয়, পরপর দু’টি ঝঞ্ঝা আসছে, যার ফলে জানুয়ারির শেষেই তাপমাত্রা বাড়বে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একদিনে তিন ডিগ্রি বেড়ে পৌঁছে গেছে ১৭.৪ ডিগ্রিতে। বাঁকুড়াতেও পারদ ঠেকেছে ১৪ ডিগ্রিতে।
আবহাওয়াবিদদের মতে, আগামী তিন-চার দিনের মধ্যে আরও উষ্ণ হবে আবহাওয়া। শীতের অনুভূতি পুরোপুরি হারিয়ে গিয়ে দিনের তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি ছুঁতে পারে, যা প্রায় গরমের মতো পরিস্থিতি তৈরি করবে। শনিবার-রবিবার থেকেই এই পরিবর্তন স্পষ্ট হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
প্রশ্ন হল, শীত কি ফের ফিরে আসবে? আবহাওয়াবিদরা এখনই স্পষ্ট কিছু বলতে পারছেন না। ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের হালকা আমেজ অনুভূত হতে পারে, তবে কনকনে ঠান্ডা আর ফিরে আসার সম্ভাবনা কম। এ ভাবেই এসে গেল শীতকে বিদায় জানাবার সময়!