ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার যুগল ফলায় রাজ্যে দুর্যোগের সম্ভাবনা বাড়ছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আজ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭–১১ সেন্টিমিটার) হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব জেলাতেই।
উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের আশঙ্কা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে সতর্কতা না থাকলেও বজায় থাকবে ঝড়-বৃষ্টি।
আবহবিদদের মতে, বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণাবর্ত এবং রাজ্যের উপর অক্ষরেখা সক্রিয় থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।