সপ্তাহ জুড়ে বৃষ্টির দাপট রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে সোমবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ ও পূর্ব-পশ্চিম অক্ষরেখার সক্রিয় প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হবে অতি ভারী বৃষ্টি।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
সোমবার থেকে নতুন নিম্নচাপের প্রভাবে রাজ্যে দুর্যোগ আরও বাড়তে পারে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জল জমে বিপত্তি তৈরি হতে পারে।
সমুদ্র উত্তাল থাকবে রবিবার থেকে। ৫৫-৬৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবে উপকূল অঞ্চলে। উত্তাল উত্তর বঙ্গোপসাগরের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার ও বুধবারেও একইরকম আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম — এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার— এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।