আজ, শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির জন্য ‘হলুদ’ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায়—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় ‘কমলা’ সতর্কতা জারি রয়েছে। শনিবার থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিরিক্ত বর্ষণের জন্য ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। দুই জেলায় বৃষ্টিপাত ২০০ মিলিমিটার ছাড়াতে পারে।
পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা থাকায় জাতীয় সড়ক ১০ ফের বন্ধ হওয়ার সম্ভাবনা। ক্রমেই ফুলেফেঁপে উঠছে তিস্তা নদী। সিকিম, ভুটান পাহাড়েও প্রবল বৃষ্টির পূর্বাভাস, যার জেরে জলঢাকা, তোর্সা, রায়ডাক, সংকোশ নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় বন্যার সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা।