বৃষ্টির দোসর ঝোড়ো হাওয়া, উত্তরে ‘লাল’ সতর্কতা, দক্ষিণে ‘হলুদ’

আজ, শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির জন্য ‘হলুদ’ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায়—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় ‘কমলা’ সতর্কতা জারি রয়েছে। শনিবার থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিরিক্ত বর্ষণের জন্য ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। দুই জেলায় বৃষ্টিপাত ২০০ মিলিমিটার ছাড়াতে পারে।

পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা থাকায় জাতীয় সড়ক ১০ ফের বন্ধ হওয়ার সম্ভাবনা। ক্রমেই ফুলেফেঁপে উঠছে তিস্তা নদী। সিকিম, ভুটান পাহাড়েও প্রবল বৃষ্টির পূর্বাভাস, যার জেরে জলঢাকা, তোর্সা, রায়ডাক, সংকোশ নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় বন্যার সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?