কলকাতা: শেষ কয়েক দিন ধরেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, এই পরিস্থিতি বজায় থাকবে আরও ক’দিন। এরই মধ্যে বুধবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শিলাবৃষ্টির সতর্কতা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় এ দিন বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ রাত অথবা আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
বৃহস্পতিবার পর্যন্ত এমনই ঝড়বৃষ্টিতে তাপমাত্রা তুলনামূলক ভাবে কম থাকবে। ৫ মে থেকে ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে গ্রীষ্ম। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে চলেছে। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, তাপমাত্রা বেশ খানিকটাই বাড়তে থাকবে। তবে ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।