শীত কমছে রাজ্যে, সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া

সকালে কুয়াশা। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যে শীতের দাপট নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ, বৃহস্পতিবার থেকে টানা তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর পরের দু’দিন তাপমাত্রা স্থিতিশীল থাকবে, তবে শীত আর তেমন অনুভূত হবে না।

কলকাতায় আগামী দেড় সপ্তাহে তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। সরস্বতী পুজোর দিনও পারদ থাকবে স্বাভাবিকের উপরে। ফলে হালকা শীতের আমেজ থাকলেও, সকালে গরমের অনুভূতি স্পষ্ট হবে।

এদিকে, দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার কারণে বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সকালবেলা ঠান্ডার আমেজ টিকে থাকবে। কিন্তু বেলা বাড়তেই গরম অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক