মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি! দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ কবে

কলকাতা: রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবারের মধ্যে রাজ্যের উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের মতে, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে, দিল্লি, আলিগড়, ওড়িশার বালেশ্বর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ক্রমশ তা সরছে দক্ষিণবঙ্গের দিকে। এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের অফিসিয়াল ওয়েবসাইটের দেওয়া তথ্য বলছে রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার জেরে তৈরি হওয়া গুমোট পরিস্থিতি কিছুটা কাটতে পারে।

এ দিন কলকাতার আকাশ থাকবে মেঘলা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক