কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে বৃষ্টি, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের মতে, মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থায় থাকায় জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকেই দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে। তবে সেখানে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, জুলাইয়ের শেষ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।