163
প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদক জিতে নিলেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন তিনি। সঙ্গী সরবজ্যোৎ সিংহ।
প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম শ্যুটিং ইভেন্টে দক্ষিণ কোরিয়ার লি ওনোহো এবং ওহ ইয়ে জিনকে হারলেন মনু – সরবজ্যোৎ জুটি।
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে স্বীকৃতি লাভ করলেন মনু, যিনি একটি অলিম্পিকে দুটি পদক জিতলেন। এর আগে তিনি ১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের ব্যক্তিগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন। ভারতের হয়ে প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদক জিতে তাতেই ইতিহাস গড়েছেন।
মনু এ দিন বলেন, “সবার কাছে আমি কৃতজ্ঞ। দ্বিতীয় ভারতীয় হিসাবে পদক জিততে পেরে গর্বিত। সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না।”