কলকাতা: নতুন বছরের প্রথম দিনগুলোতে বাংলায় শীতের চেনা ছন্দ ফিরতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ দিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
দক্ষিণবঙ্গে এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি বেশি থাকছে। তবে আগামী দু’দিনে তা ১৫ ডিগ্রির ঘরে নেমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। সেখানে বর্ষবরণের সময় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের চারটি জেলাতেও কুয়াশার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই সাময়িক পরিবর্তনে হালকা শীতের আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত আসার সম্ভাবনা এখনও নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।