উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে ফের গরমের দাপট

কলকাতা: বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে, টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম-সহ একাধিক জেলা। সোমবার থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে শুরু হয়েছে ভারী বৃষ্টি। বুধবার আরও জোরালো ঝড়-বৃষ্টির সতর্কতা। কিছু এলাকায় বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। নিচু অঞ্চলে জল জমা এবং পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে ফের তাপপ্রবাহের দাপট। সোমবার থেকেই তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধিতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কলাইকুন্ডায় পারদ ছুঁল প্রায় ৪০ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই পরিস্থিতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দিন গরম ও শুষ্ক, রাত হবে আর্দ্র— এমন আবহাওয়াই অপেক্ষা করছে দক্ষিণের জেলাগুলিতে।

আবহাওয়ার পরিবর্তনের কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহার অঞ্চলে ঘূর্ণাবর্ত এবং পূর্ব উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা রয়েছে, যার প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, তা এখনও নির্দিষ্টভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে