কলকাতা: আজ, শুক্রবার এবং আগামীকাল তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে, ৫ মে থেকে তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে অনেক জেলা।
রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে এর মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, এ বার ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের তাপমাত্রা।
টানা কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের পর শেষপর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতে। দুই দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ মে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে।
৬ মে অর্থাৎ, আগামী সোমবার থেকে ৮ মে, বুধবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য ভাবে, আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।