বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, ৪ এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা বিপরীতমুখী বাতাসের সঙ্গে হিমালয়ের কোলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার বদল ঘটতে চলেছে।
আজ (বৃহস্পতিবার) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।
রবি ও সোমবার উপকূলীয় এবং পূর্বাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে, তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।