দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আগামী সপ্তাহে আরও বাড়তে পারে দুর্যোগ

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ঝড়-বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, ৪ এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা বিপরীতমুখী বাতাসের সঙ্গে হিমালয়ের কোলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার বদল ঘটতে চলেছে।

আজ (বৃহস্পতিবার) পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।

রবি ও সোমবার উপকূলীয় এবং পূর্বাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে, তবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস