বৃহস্পতিতেও শীতের শিরশিরানি, আগামী ৪৮ ঘণ্টা পর ফের হাওয়া বদল

কলকাতা: বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস। তার পর আরও বাড়বে শীত। মাঝে আগামী ৪৮ ঘণ্টা পর ফের হাওয়া বদল।

বৃহস্পতিবার সকাল থেকে শীতের আমেজ। হাওয়ায় শিরশিরানি। এ দিন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কিন্তু, এই শীত আর বেশিক্ষণ স্থায়ী নয়। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে , কলকাতায় এখন তাপমাত্রা কমলেও আগামী  ৪৮ ঘণ্টা পর ফের বাড়বে পারদ।

পশ্চিমী ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। এরই মাঝেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে। উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গে। তবে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে এই ঘূর্ণাবর্তের কারণে না হলেও, বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়।

রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার (৫ ও ৬ জানুয়ারি) এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এরপর জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে ১০ জানুয়ারি থেকে। সেই সময় হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারে রাজ্যবাসী।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের