Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঘূর্ণাবর্তে সাময়িক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম থেকে নিস্তার নেই, উত্তরে বৃষ্টির দাপট - NewsOnly24

ঘূর্ণাবর্তে সাময়িক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরম থেকে নিস্তার নেই, উত্তরে বৃষ্টির দাপট

কলকাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গরমের তীব্রতা বজায় থাকবে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি ও বর্ধমানে।

অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে বর্ষা ঢুকে গিয়েছে। বুধবার উত্তর দিনাজপুর, মালদহ, জলপাইগুড়িতে ৫০-৬০ কিমি বেগে ঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ৭ সেমি-র বেশি বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনায় রয়েছে হলুদ সতর্কতা।

পূর্ব বিহারের উপরে ঘূর্ণাবর্ত এবং শুষ্ক পশ্চিমী বাতাসের দ্বৈত প্রভাবে দক্ষিণবঙ্গে গরম ও ঝড়বৃষ্টি মিলিয়ে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related posts

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন

সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা–দক্ষিণবঙ্গ; কেন্দ্র বাংলাদেশের নরসিংদী, তীব্রতা ৫.৫