রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টির ধারা চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার খানিক বিরতি মিললেও বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বিশেষ করে নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও জটিল। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধির ফলে অস্বস্তি বাড়বে। তবে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে—বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের সক্রিয় হবে মৌসুমি বায়ু।
এদিকে, ডিভিসি আরও ৬০ হাজার কিউসেক হারে জল ছাড়তে শুরু করেছে। বাড়ছে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে নিঃসৃত জলের পরিমাণও। এর ফলে দামোদর ও মুণ্ডেশ্বরীর দু’পাড়ে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।