কলকাতা: মাঘ শেষ হওয়ার আগেই রাজ্য জুড়ে বাজতে শুরু করেছে শীত বিদায়ের সুর। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ডুকছে আমাদের রাজ্যে। সেই কারণে গত ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। এরই মধ্যে মঙ্গলবার বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের মতে, আগামী তিন দিনে আরও দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ৯ ফেব্রুয়ারি থেকে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন সকালে কুয়াশার দাপট থাকবে।
ও দিকে, উত্তরবঙ্গের দুটি জেলায় (দার্জিলিং এবং কালিম্পং) আজ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতেরও সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে সব জেলার আবহাওয়া। আটটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।