কেউ কেউ হয়তো লেপ-কম্বল তুলে রাখতে শুরু করেছেন, ভেবেছেন শীত শেষ। কিন্তু আবহাওয়া অফিস বলছে, শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি। সপ্তাহের শেষ থেকে ফের ঠান্ডা বাড়তে পারে বাংলায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার থেকেই পারদ নামতে শুরু করবে। শনিবার ও রবিবার কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে আসতে পারে। পুরুলিয়ায় পারদ নামতে পারে ১০ ডিগ্রিতে, বাঁকুড়া ও বীরভূমে তা থাকতে পারে ১৩ ডিগ্রির ঘরে। তবে দিনের বেলা শীতের অনুভূতি কম থাকবে।
সম্প্রতি কুয়াশা, মেঘলা আকাশ এবং মেঘের আনাগোনার ফলে আবহাওয়া বদলেছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। তবে শনিবার থেকে তা আরও ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এদিকে, কুয়াশার দাপটের কারণে বিমান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।