জোড়া অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।
শনিবার উল্টোরথের দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির নজির মিলেছে। আজ কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে মহানগরের জন্য।
বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েছে। আজও এই জেলাগুলিতে সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার মালদা-সহ দক্ষিণ অংশের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
তবে আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।