দক্ষিণবঙ্গে ফের গরমের কষ্ট বাড়তে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা বর্তমানে দুর্বল। পশ্চিম থেকে প্রবাহিত গরম ও শুষ্ক হাওয়ায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। ১২ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এই সময়ের মধ্যে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।
আগামী তিন দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলায় শুষ্ক ও গরম হাওয়া বয়ে যাবে। অন্যান্য জেলাতেও একই ধরনের আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার, মাঝেমধ্যে মেঘলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।