পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়ার বাধা, আগামী দু’দিন শীতে ভাটা

রাজ্যে আপাতত বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া, যার ফলে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। আগামী ১০ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। তবে তার পরবর্তী সময়ে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিন। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের কিছু অংশে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে, আর উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে