রথযাত্রায় কেমন থাকবে বাংলার আবহাওয়া, কলকাতায় বৃষ্টি হবে কি?

কচিকাঁচাদের রথ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সামনে। ছবি: রাজীব বসু

কলকাতা: রবিবার, রথযাত্রার দিন রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই অবশ্য আর সতর্কতা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সর্বত্র।

এ দিন কলকাতায় মূলত মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

অন্য দিকে, বুধবার পর্যন্ত উত্তরের পাহাড় লাগোয়া পাঁচ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে এমন কোনও সতর্কতা জারি করা না হলেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়।

Related posts

গুজরাতে বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য, একসঙ্গে ইস্তফা দিলেন সব মন্ত্রীই

বিজেপির বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধে নামল তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’

শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের