সকাল থেকেই শুরু, নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ফের নিম্নচাপ তৈরি হওয়ায় আজ, সোমবার গোটা রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা।

বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি গতির দমকা হাওয়া। মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গে বৃষ্টি তুলনায় কম। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এ দিকে সমুদ্র উত্তাল থাকায় আজ পর্যন্ত উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?