পারদ পতন শুরু, রাতে আরও নামবে তাপমাত্রা

সকালে কুয়াশায় ঢাকা ময়দান। ছবি: রাজীব বসু

কলকাতা: সোমবার থেকেই পারদ পতনের সূচনা রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছিল, চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। সেই মতোই রাতের দিকে পারদ নামল কিছুটা। দুই বঙ্গেই আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহবিদদের মতে, রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে বাড়বে গরম। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামবে। পশ্চিমের জেলাগুলিতে বুধবারের মধ্যে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে।

রাজ্যের জেলায় জেলায় এখন উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া বইছে। আগামী দু’দিনে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রাজ্যে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শীতের আমেজের স্পেল থাকবে বাংলায়। উত্তরবঙ্গেও শীতের আমেজ। আগামী পাঁচ দিন প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।

এ বারে সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। নভেম্বরের শুরুতে শীত শীত ভাব অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে যাচ্ছে। এ বারে শীত তাড়াতাড়ি আসতে পারে বলেও চলছে জল্পনা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক