শ্রাবণের বর্ষায় লাগাতার ভিজছে গোটা রাজ্য। আপাতত বৃষ্টির হাত থেকে নিস্তার মিলছে না বাঙালির।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আজ রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আবহবিদরা জানাচ্ছেন, মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর, কারনাল, মোরাদাবাদ, খেরি, জলপাইগুড়ি হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতি বজায় থাকায় চলতি সপ্তাহেও বৃষ্টির অনুকূল পরিবেশ থাকছে রাজ্যে।