শেষলগ্নে নামল পারদ, তবে জাঁকিয়ে শীত নয়

সকালে কুয়াশায় ঢাকা ময়দান। ছবি: রাজীব বসু

মাঘ জুড়ে শীতের অনুপস্থিতি অব্যাহত থাকলেও মাসের শেষ লগ্নে এসে সামান্য কমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বরং সামনের সপ্তাহে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলেছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। শনিবার আরও কিছুটা পারদ পতনের সম্ভাবনা থাকলেও পরবর্তী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে, আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবারের শীত বাধাগ্রস্ত হয়েছিল। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া রাজ্যে প্রবেশ না করায় বঙ্গোপসাগরের আর্দ্র ও উষ্ণ বাতাস রাজ্যে ঢুকে পড়েছিল, যার ফলে শীতের প্রকোপ কম ছিল এবং কুয়াশার দাপট বেশি ছিল। তবে বর্তমানে উত্তর-পশ্চিমের বাতাস ঢোকায় হালকা শীতের অনুভূতি ফিরেছে।

তবে আপাতত রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টি কিংবা ঘন কুয়াশার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন