ফের পারদ পতনের পূর্বাভাস, জাঁকিয়ে শীত ফিরছে কবে?

শেষ কদিন তাপমাত্রা বাড়লেও ফের পারদ পতনের পূর্বাভাস। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। 

আজ, মঙ্গলবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে।

উত্তরবঙ্গেও আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়াও শুষ্ক থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ১০ জানুয়ারি নাগাদ। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। এছাড়া রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং অসমের সংলগ্ন এলাকাতেও ঘূর্ণাবর্তের অবস্থান। সব কিছুর প্রভাবে চলতি সপ্তাহটা কাটবে উষ্ণ শীতের আবহেই। বুধবার থেকেই নিম্নমুখী হবে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে তা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা