শনিবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও গরমের দাপট বিশেষ কমেনি। রবিবারও দক্ষিণবঙ্গের জন্য কোনও বৃষ্টির সতর্কবার্তা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বরং এদিন থেকে গরম আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।
আগামী কয়েক দিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে তাতে ভ্যাপসা গরম থেকে তেমন স্বস্তি মিলবে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা আপাতত নেই। পশ্চিম দিক থেকে প্রবাহিত গরম হাওয়া মৌসুমি বায়ুর অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। হাওয়ার গতিবেগ ও পরিবেশ বর্ষার অনুকূল নয় বলেও মত আবহাওয়াবিদদের।
১২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বরং এই সময়ের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলায় থাকবে শুষ্ক ও অস্বস্তিকর গরম।
অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও দুই দিনাজপুরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
ফলে দক্ষিণবঙ্গবাসীর জন্য আপাতত স্বস্তির বৃষ্টি এখনও অধরাই থাকছে।