106
দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগ কাটছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে নেই।
বর্ষার বৃষ্টি, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির (৭–১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে, সেখানে সতর্কতা জারি করা হয়েছে।