কলকাতা: সকালের দিকে কুয়াশা, বেলা বাড়লেই রোদের তাপে অস্বস্তি। বিকালের পর আবারও কিছুটা পারা পতন। শেষ কয়েক দিন ধরেই এমনই আবহাওয়া কলকাতায়। তবে সপ্তাহের শেষে নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। ক্রবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট।
মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যেখানে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের মতে, পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা কমতে পারে বেশ কিছুটা। কলকাতার তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ। দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ।
ও দিকে, উত্তরবঙ্গে বেড়েছে কুয়াশার দাপট। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। কুয়াশায় ভিজেছে রাস্তা।নেমেছে তাপমাত্রাও। ১২ ডিগ্রির ঘর পার করেছে। ডুয়ার্সেও সেই ছবি। ১০ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। বেলা বাড়ছে, বাড়ছে কুয়াশার দাপট। সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না।