আজ ও কাল বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, আর মহালয়ায়?

কুমোরটুলির প্রতিমা মণ্ডপের পথে। ছবি: রাজীব বসু

কলকাতা: পুজোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের আশঙ্কা আরও বাড়িয়েছে পরপর বৃষ্টিপাত। রাজ্যের একাধিক জেলায় এখনও বন্যা পরিস্থিতি বিদ্যমান। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। এর ফলে তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী কয়েকদিনে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ২ অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে।

মহালয়ার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কিছু জেলায় মহালয়ার দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক