চৈত্রের শেষে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দেখা মিললেও অস্বস্তি রয়েছে রাজ্যে। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে ফের বাড়ছে তাপমাত্রা। এরই মাঝে হাওয়া অফিস জানাচ্ছে, পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল।
১৫ এপ্রিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝড়, বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ তুলনামূলকভাবে শুকনো থাকলেও, দক্ষিণবঙ্গে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।
আবহবিদদের মতে, ২১ এপ্রিল পর্যন্ত এক দিন অন্তর ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। চরম অনুকূল পরিস্থিতি তৈরি হলেও প্রতিদিন ঝড় হওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন তাঁরা।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।