রথযাত্রার দিন থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৭ জুন শুক্রবার, অর্থাৎ রথযাত্রার দিন কলকাতা-সহ দক্ষিণ ও উত্তর— দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া ও হুগলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার ওই জেলাগুলির পাশাপাশি পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
শুক্রবার রথযাত্রার দিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য জেলাতেও দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির প্রভাবে রথযাত্রার দিন রাজ্যের বিভিন্ন এলাকায় জলজট ও যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রাপথে জমায়েতের এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা থাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।