কলকাতা: দুর্যোগের হাত থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আরও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি ঝড়খন্ডের অতিভারী বৃষ্টিতে বিপদ আরও বাড়তে পারে। এমনিতে উত্তর বাংলাদেশে অবস্থান করছে একটি নিম্নচাপ। ধীরে ধীরে তা পশ্চিম প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলার ওপর দিয়ে তা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে বলে পূর্বাভাস।
আজ, রবিবার অতি ভারী বর্ষণ হতে পারে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এ দিন, কলকাতা সহ পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
অন্যদিকে, রবিবার, কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু জায়গায় জন্মাষ্টমীর দিন সোমবার ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।