কবে থেকে আসতে পারে শীতের আমেজ, কী বলছে আলিপুর আবহাওয়া দফতর

কলকাতা: নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ, এখনও দেখা নেই শীতের! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছর শীত আসতে আরও কিছুটা সময় লাগবে। নভেম্বরের মাঝামাঝি সময়ের দিকে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের সম্ভাবনা তৈরি হবে, যা শীতের আবহ নিয়ে আসতে পারে।

তবে এখনই তাপমাত্রা হ্রাস পাবে না। আগামী পাঁচ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ কারণে এখনই তীব্র শীতের অনুভূতি না মিললেও নভেম্বরের মাঝামাঝি থেকে ধীরে ধীরে শীতের আবেশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন